মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি স্লোগানকে সামনে রেখে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ শুরু হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই মেলার উদ্বোধন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃজামিরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন।
আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।