মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বিজ্ঞান মেলার শুভ উদ্ভোদন করলেন জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনি।
টাঙ্গাইলে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে এবং অধ্যাপক তরুণ ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল এর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মীর মোজাম্মেল হক।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।
দুই দিন ব্যাপী এই মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থাপন করা হয়েছে৷