মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমন নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান আরটিভি নিউজকে জানান, আজ সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার শল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সুমন গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।