স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে এক মাস ব্যাপি ইফতারের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা বাড়ী নূরানী জামে মসজিদে প্রায় ২০০ লোকের আয়োজন করে ‘বারাকা সামাজিক উদ্যোগ সংগঠন’।
এর মধ্যে মির্জা বাড়ি মসজিদে প্রায় ১০০প্যাকেট, পোড়াবাড়ি নতুন মসজিদে ৪০ প্যাকেট,বেড়াডোমা ফকির পাড়া মসজিদে ৪০ প্যাকেট এবং বেড়াডোমা চার রাস্তা সংলগ্ন মসজিদে ২০ প্যাকেট করে নাজাতের শেষ দশদিন ইফতার দেওয়া হবে।
এছাড়া ইফতারে,বেগুণি,পিয়াজু,মুরি,খেজুর,কলা,বুট,মশা,মাঠা এবং একটি করে ছোট পানির বোতল প্রদান করা হয়ে থাকে। বারাকা সামাজিক সংগঠনের কর্তৃপক্ষ সহ বিভিন্ন পেশাজিবী মানুষ একত্রে মসজিদে ইফতার করেন।