স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে তীব্র তাপমাত্রায় রিক্সা চালক,সিএনজি,অটোরিক্সা চালক ও সাধারণ পথচারীদের মাঝে বারাকা ফাউন্ডেশন এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯এপ্রিল) বেলা ১১টার দিকে ৬নং ওয়ার্ড কলেজ পাড়া মির্জা বাড়ীর সামনে এ আয়োজন করা হয়। প্রায় ৬০০ লোকের মাঝে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এছাড়া যতো দিন তীব্র তাপমাত্রা না কম্বে এবং বৃষ্টির প্রভাব না দেখা দিবে ততো দিন পর্যন্ত বারাকা ফাউন্ডেশন এ সেবা প্রদান করবে।
এ সময় টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর,৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুন জামান স্বজল,সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,সাধারণ- সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ইশতিয়াক আহম্মেদ রাজিব সহ এলাকার গন্যমাণ্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।