নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও) এর উদ্যোগে বনার্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ এর সামনে এ ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও) সভাপতি মাছুদ রানা, সাধারণ সম্পাদক এহসান হাবিব সজীব, যুগ্ম সম্পাদক শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত, শোভন দাস, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র পাল, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম বাবু, সদস্য লিখন চন্দ্র পাল, জয় রবি দাস ও রাব্বি ইসলাম প্রমুখ।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি চিড়া, হাফ কেজি ডাল, হাফ কেজি চিনি, হাফ লিটার তেল, মোমবাতি, সেলাইন ও দিয়াশলাই বিতরণ করা হয়।
এতে বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও) এর সদস্য ও এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...