মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ থেকে জনসচেতনতা তৈরি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসোসিয়েশন এর পক্ষ থেকে পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পথচারী জনসাধারণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।
এসময় আরোও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহি অফিসার রানুয়ারা খাতুন,টাঙ্গাইল সদরের সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।