মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
(৪জানুয়ারী)সকালে বেলুন উড়িয়ে টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
পরে জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।