মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে প্রেসক্লাবে “দৈনিক মজলুমের কন্ঠ” পত্রিকার ২৭ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ সেপ্টেম্বর বুধবার
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে “দৈনিক মজলুমের কন্ঠ” পত্রিকার ২৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সদরের সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ খাইরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সম্মানিত অতিথি’সহ অন্যান্য সুধীজন।