নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জার্মান রেডক্রসের অর্থায়নে পূর্বাভাস ভিত্তিক প্রকল্পের আওতায় টাঙ্গাইলে বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নের নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার এলেঙ্গা রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জাফর আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব রফিকুল ইসলাম, ডিআরএম এর পরিচালক বেলাল হোসেন, ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহা, টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ, প্রকল্প সমন্বয়কারী মো. শাহজাহান প্রমুখ।
কর্মশালায় টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর ও শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, ইউনিট অফিসার ও যুবস্বেচ্ছাসেবকসহ ৩৬ জন অংশ নেয়।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...