মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল প্রতিনিধিঃ
৭১‘এর কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ফ্রান্স বলেছেন, রাসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং একজন মুসলাম হিসেবে কর্তব্যবোধ থেকেই ফ্রান্স বিরোধী মিছিলে অংশ নিতে এসেছি।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকার বাহাদুর আপনিও ফ্রান্সের সমস্ত পন্য বয়কট করুন। প্রয়োজন হলে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করুন।
তিনি শনিবার সকালে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ স. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ কথা বলেন।
টাঙ্গাইল জেলা ইমাম ও মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে সকালে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মুসল্লির সমন্বেয়ে একটি বিশাল মিছিল বের হয়।
এ সময় ৭১‘এর কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মিছিলে যোগ দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ করে।
সমাবেশে জেলা ইমাম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও কেন্দ্রীয় গোরস্থান মসজিদের পেশ ইমাম আশরাফুজ্জামান কাশেমী।
সমাবেশ বক্তারা বলেন অবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্ট “ইমানুয়েল ম্যাক্রো”কে সারা বিশ্বের মুসলিম উম্মার নিকট নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। তা না হলে ফ্রান্সে তৈরি সকল পণ্য বর্জনের ঘোষণা সহ আগামীতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন ।