আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দড়ি চৈথট্র গ্রাম থেকে ৩৫০ বোতল ফেন্সিডিল সহ এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার(২৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় র্যাব-১২, সিপিসি-৩ একটি দল। এ সময় ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দোলোয়ার হোসেন(৩৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কামার পাড়ার গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।
এই অভিযান প্রসঙ্গে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল ঘাটাইল উপজেলার দড়ি চৈথট্র গ্রামের খন্দকার ছানোয়ার হোসেন বাড়ির কাছে পশ্চিম চৈথট্র বটতলী গামী একটি প্রাইভেট কার থেকে মোঃ দেলোয়ার হোসেন’কে ৩৫০ বোতল ফেন্সিডিল, ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন সেট এবং ৪টি সিম কার্ড সহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানায়, সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারে করে দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়াসহ অন্যান্য জেলা হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ক্রয় করে টাঙ্গাইল, ঘাটাইলসহ আশ পাশের জেলায় সরবরাহ করে আসছিল।