নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধ জেলা প্রশাসনকে সহায়তার জন্য টাঙ্গাইলেও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার(২৪ মার্চ) ঘাটাইল সেনানিবাসের লেঃ কর্নেল সোহেল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সাথে স্বাক্ষাত করেন। এসময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার থেকে জেলা সদর ছাড়াও জেলার ১২টি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী কার্যক্রম শুরু করেছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, দেশব্যাপী করোনা (কোভিড ১৯) এর বিস্তার রোধে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব, রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং সন্দেহ ভাজন ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা পূর্বক কার্যকর সহায়তা দানে টাঙ্গাইল জেলায় সেনাবাহিনী কাজ করবে।
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে এড. ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সদর...