মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে এক বাসা থেকে প্রবাসীর মা, স্ত্রী ও অজ্ঞাত যুবক সহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সকালে ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জয়নুদ্দীনের মা জামেলা (৫৫), স্ত্রী সুমি (২০) ও শাহজালাল (২৯)। পুলিশ ও স্থানীয়রা বলছে, শাহজালালের সঙ্গে সুমির অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। আহত শিশুটি সুমির মেয়ে সাথী (৪)। দিগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, হামিদপুরের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কজনক। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজনের মৃত্যুর ঘটনা রহস্যজনক। হত্যা নাকি আত্মহত্যা সেটা জানা যায়নি। তদন্ত করে মূল ঘটনা জানা যাবে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন রহস্য উদ্ঘাটনের জন্য যেসকল সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্তের কাজ শুরু করেছি।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...