মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে সকল ধরনের প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয়করণের দাবীতে শিক্ষক, কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়াম ও রাইফেলস্ ক্লাব সংলগ্ন শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার বধির স্কুল প্রাঙ্গনে সকাল ১১ ঘটিকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাইকেয়ার (বধির) স্কুল টাঙ্গাইলের প্রধান শিক্ষক ও বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের আহবায়ক ইসরাত জাহান। সঞ্চালনায় ছিলেন ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় টাঙ্গাইল সদরের সভাপতি বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের সাধারন সম্পাদক নূর আলম সিদ্দীকী। এ সময় বক্তব্য রাখেন আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি লিজা, প্রত্যাশা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সভাপতি নাজমা পারভীন, সলিমাবাদ কমরেড আসলামউদ্দিন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন খান, জমির উদ্দিন ফকির অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. শহিদুজ্জামান, পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌফিকুর রহমান (মুন্না), বানিয়াদ মডেল অটিস্টক ও বুদ্ধী প্রতিবন্ধী সুইড বাংলাদেশ এর প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আজাদ, আউশনারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন, সবুজপল্লী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা: আমিনুল ইসলাম, পলিশা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মচারীরা। অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, সকল ধরনের প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয়করণের দাবীতে আমরা শিক্ষকরা ও কর্মচারী দীর্ঘদিন যাবত আমাদের দাবী আদায়ের জন্য সংবাদ সম্মেলন করেছি। জাতীয় প্রসক্লাবের সামনে মানববন্ধন করেছি কিন্তু কোন কাজ হয়নি। আমাদের দবী আদায়ের জন্য আমরা আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী ঢাকা প্রেসক্লাবের সামনে কর্মসূচী অনুষ্ঠিত হবে। যদি এ ৩দিনের কর্মসূচিতে আমাদের দাবী না মানা হয়, তাহলে আমরা ৭দিন, ১৫দিন প্রয়োজনে মাসব্যাপী কর্মসূচী দিব। আমাদের দাবী না মানা পর্যন্ত আমারা শন্তিপূর্নভাবে রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাব। অনুষ্ঠানটি আয়োজনে ছিলো বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখা।
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উজ্জ্বল হোসেনকে সাত বছরে কারাদণ্ড এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরে কারাদণ্ড...