নিজস্ব সংবাদাতাঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে মানসিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আজ শুক্রবার সকালে সা’দত আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্দেগ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু । সা’দত আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডশনের সদস্য সাজ্জাত কাদির খান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ উম্মতিজান মাখদুমা পন্নী, মুক্তিযোদ্ধা মানব কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক এস এম শামছুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানেবক্তরা বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের অকালপ্রয়াত সন্তান সা’দত আলী পন্নীর স্বরণে ১৯৯১ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ইতোপূর্বে এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক প্রতিবন্ধী সুস্থ্য হয়ে সংসার জীবন যাপন করছে।
উল্লেখ্য, প্রতি শুক্রবার এই ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রতিন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...