আরমান কবীরঃ টাঙ্গাইলের বাজারগুলোতে পেঁয়াজের কেজি ২৪০-২৫০টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ আকাশ ছোঁয়া এ দামের কারণে শহরে ‘পেঁয়াজ’ টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।পেঁয়াজের মূল্য নিয়ে আলাপ চলছে চা স্টল থেকে শুরু করে ঘরের ডাইনিং রুম অবধি |সবারই একই প্রশ্ন কবে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। দেশের বাইরের থেকে পেঁয়াজ আমদানি করে দাম স্বাভাবিক রাখা যায় কিনা ,ইত্যাদি প্রশ্নে চায়ের কাপে ঝড় তুলছে অনেকে। পেঁয়াজের দামই এখন টাঙ্গাইলে প্রধান আলোচ্য বিষয়।দাম বৃদ্ধির ফলে সব শ্রেণির ক্রেতারা তাদের চাহিদানুযায়ী পেঁয়াজ কিনতে পারছেন না। পেঁয়াজের দাম গত দুইদিনের ব্যবধানে ৯০-১০০ টাকা বেড়ে যাওয়ায় তারা ক্ষুব্দ ও হতাশ।
টাঙ্গাইল শহরের পার্কবাজার, ছয়আনী বাজার, আমিন বাজার(গোডাউন বাজার), সাবালিয়া বাজার, নতুন বাস টার্মিনাল বাজার, বটতলা বাজার, বৈল্যা বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে পেঁয়াজ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টাঙ্গাইলের পাইকারী বাজার টাঙ্গাইল পার্ক বাজারে গিয়ে দেখা যায়, পেঁয়াজ পালা(৫ কেজি) প্রতি ৯৫০ থেকে ১০৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পার্ক বাজারে ক্রেতা প্রবীর কর্মকার, মো. আব্দুল মালেক, বটতলা বাজারে ক্রেতা আবু সুফিয়ান, আলম তালুকদার, সাবালিয়া বাজারে শামীম মল্লিক, রুস্তম আলী সহ ক্রেতারা জানান, মাত্র কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে কয়েক গুন হয়েছে। দাম তুলনামূলকভাবে অনেক বেশি হলেও বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু পেঁয়াজের দাম গত দুইদিনের ব্যবধানে ৯০-১০০ টাকা বেড়ে যাওয়ায় তারা ক্ষুব্দ ও হতাশ।
এই সব বাজারের খুচরা বাজারে বিক্রেতা মো. শাহাদাত হোসনে, মো. হানিফ উদ্দিন, শামীমুর রহমান সহ অনেকেই জানান, পেঁয়াজের বাজার গত ১০-১৫দিন যাবত সকাল-বিকাল বাড়ছে। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ১৮০-১৯০ টাকা, শুক্রবার(১৫ নভেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ২৪০-২৫০টাকা।
স্থানীয় পেঁয়াজ চাষী নুরুদ্দিন, জামাল শেখ, আবুল হোসেন জানান, তাদের জমির পেঁয়াজ এখনো বিক্রি করার উপযোগী হয়নি। বাজারের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা পেঁয়াজের উপরের অংশ(কালী) বাজারে বিক্রি করে বেশ ভাল দাম পাচ্ছেন। এতে তারা খুব খুশি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোশারফ হোসেন খান জানান, দ্রব্যমূল্যের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি মনিটরিং করে থাকে। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে টাঙ্গাইলের বিভিন্ন বাজারে দ্রুত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।