মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও ভলিবল উপ-পরিষদের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাঙ্গাইল সদর উপজেলা দলকে ৩-১ সেটে পরাজিত করে মির্জাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌর অর্জণ করেন।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খান আহমেদ শুভ, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-পরিষদের সভাপতি হারুন অর-রশিদ ও সম্পাদক ইফতেখারুল অনুপম প্রমুখ।
পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা ভলিবল দল অংশ অংশ গ্রহণ করে। টুর্ণামেন্টে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
প্রতিযোগীতার ফাইনাল খেলা দেখতে দুরদূরান্ত থেকে লোকজন আসেন। ফাইনাল খেলায় বাংলাদেশ জাতীয় দলের ৬ জন ভলিবল খেলোয়াড় অংশগ্রহন করেন।