নিউজ ডেস্কঃ আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুজ্জামান সোহেলের নির্বাচনী পদযাত্রার আয়োজন করা হয়েছে।
রোববার বেলা ১২টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে নির্বাচনী পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানাপাড়ায় শেষ হয়। পদযাত্রা শেষে বক্তব্য রাখেন নির্বাচনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, সহ-সভাপতি শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ। পদযাত্রায় প্রায় সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেয়।