আরমান কবীর: টাঙ্গাইলে নারীর প্রতি সহিংসতা ও বর্বরতার প্রতিবাদে বুধবার(৭ অক্টোবর) মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। নারী সংগঠন সমুহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন ও টাঙ্গাইল দুর্বারের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের(টাঙ্গাইল) সাবেক এমপি মনোয়ারা বেগম, নারীবাদী সংগঠন মানব প্রগতির নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলী, সেবকের নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, উষার সমন্বয়কারী আফরোজা খান, এএমকেএস’র নির্বাহী পরিচালক নাজমা বেগম প্রমুখ।
অন্যদিকে, টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জাতীয় পতাকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।