আরমান কবীরঃ টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেলদুয়ার উপজেলায় তিনজন ও মির্জাপুর উপজেলায় দুইজন। এ নিয়ে জেলায় ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হল। আজ মঙ্গলবার(৫ মে) বেলা সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ৫৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার তার ফলাফল পাওয়া যায়। এতে দেলদুয়ার উপজেলায় তিনজন ও মির্জাপুর উপজেলায় দুইজনের ফলাফল পজিটিভ আসে। এ ব্যাপারে আক্রান্তেদের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।