নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার(১৮ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মীর যুবরাজ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মৃত খন্দকার মতিয়ার রহমানের ছেলে। তিনি ভিকটিমের বাড়িতে ভাড়াটিয়া ছিলো।
নারী ও শিশু আদালতের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আক্তার জানান, টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া এলাকার মো: আমির আজম খানের মেয়ে সাজিয়া খানম কে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে ভাড়াটিয়া মীর যুবরাজ। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৮ সেপ্টেম্বর সকালে সাজিয়া খানম স্কুলে যাওয়ার সময় তাকে অপহরণ করে দেলদুয়ার নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ২০১৮ সালের ১৮ নভেম্বর ভিকটিমের বাবা আমির আজম বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করে এবং ১৯ নভেম্বর আসামি মীর যুবরাজকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। শুনানি শেষে আজ এই রায় দেয়া হয়।