মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম।
সোমবার (০৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের সহযোগিতায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পার্ক বাজারে মেসার্স সাহা ট্রেডার্স কে ৩০০০ টাকা এবং মেসার্স মোমিন ট্রেডার্স কে ২০০০ টাকা এবং ছয়আনী বাজারে ডিলার মেসার্স দুলাল চন্দ্র সাহা ট্রেডার্স কে ৫০০০ টাকা’সহ সর্বমোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি চৌকশ টীম সহযোগীতা করেন। টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।