মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম সরকারি খাসজমি উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছেন। ইতিমধ্যেই সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে অসংখ্য খাস জমি দখলমুক্ত করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের লাউজানা মৌজায় ২৫ জুন শুক্রবার প্রায় ৬০ শতাংশ ভূমি দখল মুক্ত করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, লাউজানা গ্রামের মিজানুর ও করিম গং সরকারি খাস জমিতে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসছিল। হঠাৎ করেই দুইদিন যাবৎ সরকারি ওই খাস জমিতে বড় বড় কয়েকটি ঘর নির্মাণের কাজ করতেছিল। বিষয়টি জানতে পেরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে গিয়ে সেগুলো অপসারণ করে। উদ্ধার হওয়া সরকারি খাস জমিতে লাল পতাকা/নিশান টাঙ্গিয়ে একইদিনে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ২ এর কাজ শুরু করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন,
অতিদরিদ্র মানুষ যাদের জমিও নাই, ঘরও নাই তারা এই আশ্রয়ন প্রকল্পে স্থান পাবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...