নিউজ ডেস্কঃ বুধবার(৬ মে) দিনভর টাঙ্গাইলের নিজের নির্বাচনী এলাকা ভুঞাপুর-গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে ত্রাণ বিতরণ করলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সংসদীয় আসন টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ আসনের ১০টি স্পটে সামাজিক দূরত্ব মেনে তিন হাজার পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। অসহায় দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিররণ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছাইদুল হক ছাদু, জিয়াউল হক শাহীন, আতাউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, আব্দুল্লাহেল কাফী সাহেদ, মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি সালেহ মো. সাফী ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ ।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘সারা দেশের যুবদলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায় না। সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তাও অপ্রতুল। তার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর যা বাকি থাকছে তাও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে বণ্টন করা হচ্ছে। সেখানে প্রকৃত দুঃস্থ মানুষ সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে।’
এ সময় দেশের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।