স্টাফ রিপোর্টার:বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ স্লোগানে টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(১৬ মে) দুুপুরে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রকাশ, টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়।