স্টাফ রিপোর্টার:টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের তারটিয়া বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সুষ্ট হয়েছে এবং ভোট গননা চলছে বলে জানা গেছে, সভাপতি- সাধারণ সম্পাদকসহ ৯ পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২২৫ জন।
সভাপতি পদে ৩ জন প্রা্র্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. আইয়ুব খান ছাতা প্রতিকে, মো. নাহিদ খান দোয়াত কলম প্রতিকে ও মো. রায়হান খান চেয়ার প্রতিকে।
সাধারণ সম্পাদক পদেও ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. আরফান খান হরিণ প্রতিকে, মো. আলহাজ খান গরুর গাড়ি প্রতিকে ও মো. গণি খান মোমবাতি প্রতিকে।
দপ্তর ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাজেদ মিয়া আম প্রতিকে ও মো. শাহীন মিয়া। সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোর্শেদ সরকার আনারস প্রতিকে ও ছাইদুল ইসলাম হামীদ মোটর সাইকেল প্রতিকে।
কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজিম খান গোলাপ প্রতিকে ও মো. রাসেল মিয়া কোলসী প্রতিকে। প্রচার সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. শামছুল হক সিলিং ফ্যান প্রতিকে ও হায়দার আলী হাত পাখা প্রতিকে। এছাড়াও কার্যকরি সদস্যের ৪ পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন ডা. তাজ উদ্দিন আহমেদ।