নিউজ ডেস্কঃ মঙ্গলবার(২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকায় গম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও হেলপার আহত হয়েছে।
জানা গেছে, নিহত ট্রাক চালক মো. আক্তার হোসেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের আশরাফ হোসেন শেখের ছেলে।আর আহত হেলপার বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোড়াই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. আসাদুল।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকটি টাঙ্গাইলের ঘারিন্দায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকে আটকা পড়া ট্রাক চালক মো. আক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।]হেলপার মো. আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...