নিউজ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাপোকরণ, ক্রীড়া সামগ্রী ও মেধা প্ররস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসকের উদ্যোগে রোববার দিনব্যাপি কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ, ক্রীড়া সামগ্রী ও মেধা পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) উপমা ফারিসা, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিঞ্জু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (পৌর-১ ক্লাস্টার) মেরিনা আক্তার।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...