মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হয়েছে।
জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে দশটায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ জামিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিক টাঙ্গাইলের প্রমোশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আল-ফারুক। জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড বিসিক শিল্পনগরী টাঙ্গাইলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবী তানভীর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিসিক টাঙ্গাইলের শিল্প মালিক সমিতির সদস্যগণ, বিসিক টাঙ্গাইলের কর্মকর্তা কর্মচারীগণ, বিসিক হতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা’সহ অন্যান্য কর্মকর্তাগন।