নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে জেলা প্রশাসনে কর্মরত ৩৫ জন কর্মকর্তা কর্মচারীকে জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান করা হয়েছে। রোববার জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত বিশেষ রাজস্ব সম্মেলনে এ পদক প্রদান করা হয়। জেলা প্রশাসনে ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা, অফিস সহায়কসহ বিভিন্ন স্তরের ৩৫ জনের হাতে এ পদক তুলে দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, জেলা সাব-রেজিস্টার বোরহান উদ্দিন সরকার, জিপি আনন্দ মোহন আর্য্য, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
পদকপ্রাপ্ত কালিহাতীর বাংড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এই পদক প্রদানের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হলো। এ ধরনের উদ্যোগের ফলে মাঠ পর্যায়ে কর্মরতরা ভালো কাজে আরো উৎসাহিত হবেন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...