নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের সিড়ি কোঠায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে্ , প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ি কোঠায় একটি বৈদ্যুতিক ডিস্টিবিউশন বোর্ডে আগুনের সূত্রপাত হয়। কিছু পুরাতন (ওয়াস্ট) মালামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে বৈদ্যুতিক ফিটিংস ও কিছু অকেজো মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।