স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে সাদপন্থিরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলা আমির শহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম জেলা প্রশাসক শরীফা হকের কাছে স্মারকলিপি জমা দেন।
শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের আমির মওলানা সাদ সাহেবকে ইজতেমায় আসার জন্য অনুমতি যেন সরকার দেন সেজন্য আমরা স্মারকলিপি জমা দিলাম। আমরা চাই আগের মতো যেন ইজতেমা অনুষ্ঠিত হয়।’
এ সময় উপস্থিত ছিলেন শামীম আহমেদ, নাজমুল হাসান, মহিউদ্দিন তালুকদার, ওমর ফারুকসহ প্রায় পাঁচ শতাধিক লোকজন।