মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন) কর্তৃক ৫০ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন) এর অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন এর নির্দেশনায় কালিহাতী থানাধীন কোকডহড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ৫০ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ‘সহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন) এর এসআই মোঃ নুরুজ্জামান এর নের্তৃত্বে অভিযানে অংশ নেয় এসআই মোঃ রাইজ উদ্দিন, এএসআই সুমন চৌধুরী, কনস্টেবল মোঃ মফিজুর রহমান, কনস্টেবল মোঃ মেহেরুল ইসলাম, কনস্টেবল মোঃ শাহিবুল ইসলাম ও কনস্টেবল মোঃ জামাল উদ্দিন। আসামী মোঃ হুরমুজ আলী ওরফে হুমা (৫৫) টাঙ্গাইল জেলার কালিহাতী থানার কোকডহড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উজ্জ্বল হোসেনকে সাত বছরে কারাদণ্ড এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরে কারাদণ্ড...