আরমান কবীর সৈকতঃ টাঙ্গাইলে প্রথম “জিন্নাহ সরকার স্মৃতি নাইট সর্টফিল্ড ক্রিকেট টুর্নামেণ্ট” শুরু হয়েছে।গতকাল শুক্রবার(১১ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার আদি টাঙ্গাইলের বাজিতপুর মাঠে এইচএম ক্লাবের উদ্যোগে এ টুর্নামেণ্টের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন ।
সমাজসেবক মিন্টু সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মোল্লা, আসফাবুর রহমান শিবলু, মফিজুর ইসলাম মজনু, লিটন মোল্লা, জিয়ারত হোসেন, আনোয়ার হোসেন, আসাজুর জামান খোকনপ্রমুখ।
এই ক্রিকেট টুনার্মেণ্টে সার্বিক সহযোগিতা করছেন, টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন।
উদ্বোধনী খেলায় থানা পাড়া ক্লাব এবং ব্রাদার্স হেরিকেন ক্লাব অংশ গ্রহণ করে।উল্লেখ্য, এই টুর্নামেন্টে ২০টি দল অংশ গ্রহন করেছে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...