স্টাফ রিপোর্টারঃ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ স্লোগানে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার(২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি নানা স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাই’র(নিসচা) সভাপতি মো. গোলাম কিবরিয়া বড় মনি, বিআরটিএ’র টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক মো. আবু নায়েম, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ রৌফ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমানুর রহমান আমিন, জেলা নিরাপদ সড়ক চাই’র(নিসচা) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ঝান্ডা প্রমুখ।
র্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, নিরাপদ সড়ক চাই’র কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...