আরমান কবীর: আজ শুক্রবার (৮মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
]আক্রান্ত চিকিৎসক সদর উপজেলার হুগড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে পৌর এলাকায় বসবাস করেন। অপরজন, মির্জাপুর উপজেলা ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামে বসবাস করেন। তিনি নারায়ণগঞ্জ ফেরত বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ‘আজ সকালে ঢাকা থেকে দুইজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এর মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। অপরজন নারায়ণগঞ্জ ফেরত। তাদের চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...