নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ, খেলাধুলা ও কৃষি উন্নয়ন নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার(২২ জুন) ভূঞাপুর পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ভূঞাপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট আ. হালিম, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
কৃষকদের নিয়ে লাঠিবাড়ি খেলা, বিস্কুট খেলা, কলাগাছে ওঠা, হাড়ী ভাঙ্গা, কুস্তি ও লোক গানের তালে তালে নৃত্যসহ গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রচুর দর্শক খেলা উপভোগ করেন।