মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ৮ জন ও করোনার উপসর্গে ৩ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। জেলায় ৫৬৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে টাঙ্গাইল সদর ৮২ জন, নাগরপুর ৪ জন, দেলদুয়ার ১০ জন, সখিপুর ১ জন, মির্জাপুর ৩৩ জন, বাসাইল ৩ জন, কালিহাতী ৪ জন, ঘাটাইল ১৫ জন, মধুপুর ৩২ জন, ভুঞাপুর ৩ জন রয়েছেন। গোপালপুর ও ধনবাড়ী আক্রান্ত নাই। আক্রান্তের হার শতকরা ৩৩ দশমিক ১৫ ভাগ। যা গতকালের চেয়ে আজকে ৪ দশমিক ৭২ ভাগ বেশি। আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১১,৩৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। আরোগ্য লাভ করেছেন ৫৯৭১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৩৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৮৫৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।