মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জন ও করোনার উপসর্গে ৩ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় ৫৯২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৩৪ দশমিক ৬৩ ভাগ। আজ বুধবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১০,৯১১ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১৭৩ জন। আরোগ্য লাভ করেছেন ৫৭২৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৯০ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৫৯৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।