মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এদেরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।
অপরদিকে জেলায় ৫৮১টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ।
সোমবার (৫ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.আবুল ফজল মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৬৩১ জন।
আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন চার হাজার ৮৪১ জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১৩০ জন। জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সাজেদুর রহমান জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২৮ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছে। এদেরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের ও উপসর্গ রয়েছে ৭৮ জনের।