আরমান কবীরঃ আজ মঙ্গলবার(১২ মে) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ডা. রামপদ রায় বলেন, সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামে এক নারী আক্রান্তের বিষয়টি সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছে। তবে ওই নামে বাঘিল গ্রামে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ করা হলেও স্বামীর নাম মিললেও তার নাম মিলেনি। তার ফোন নম্বরও বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, তার সন্ধানে কাজ করে চলেছেন উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা প্রশাসন। তার ফোন বন্ধ পাওয়ায় ফোন ট্র্যাকিং করে তিনি কোথায় আছেন তা নির্ণয়ের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ওই নারীর অবস্থান সখিপুর উপজেলায় আছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...