আরমান কবীর : টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল পৌর এলাকার আলী কমপ্লেক্সের মালিক আব্দুর রাজ্জাক। এ নিয়ে জেলায় মোট ৫ জনের মৃত্যু হলো।
এছাড়া বুধবার (৩ জুন) নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মির্জাপুর উপজেলার দুইজন, কালিহাতী উপজেলার দুইজন, ঘাটাইল উপজেলার একজন, সদর উপজেলার চারজন ও ভূঞাপুর উপজেলার একজন রয়েছেন।
এ নিয়ে টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ১৯৩ জনে দাঁড়াল। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ৩০ মে পাঠানো নমুনা অনুযায়ী বুধবার টাঙ্গাইলে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৯৩ জন আক্রান্ত হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।