মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ অমান্য করায় লকডাউনের ৬ষ্ঠ দিনে আইন অমান্যকারী কয়েকজন ব্যবসায়ী ও পথচারীকে ১৩ হাজার ১শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ খায়রুল ইসলাম ৬ জুলাই মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। এসময় র্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বিধি নিষেধ অমান্য করে যাঁরা আইন লংঘন করেছে, আমরা তাদেরকে আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক দণ্ড প্রদান করেছি। সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র্যাব’সহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...