নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে এডভোকেট ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডভোকেট ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, স্পেশাল জজ আবুল মনসুর মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম খান আলো, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম শিশির, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সরকারি কৌশুলী (পিপি) এডভোকেট এস আকবর খান, মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মাহফুজুল ইসলাম (শামীম)।
এর আগে কোরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন বিন্দুবাসিনী সরকারি বালক জামে মসজিদের ইমাম মাওলানা হযরত আলী।