নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক হাজার ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার দিবাগত রাতে উপজেলার গোড়াই সোহাগপাড়া জুই যুঁথী ফিলিং স্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আসামি পাবনা সদর উপজেলার নিয়ামতুয়াপুর গ্রামের কুদ্দুস প্রামানিকের ছেলে আলম মিয়া (২৫)।
শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমকে এক হাজার ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরো বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম হতে পাইকারীভাবে ইয়াবা কিনে খুচরাভাবে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।