আলোকিতবাংলা ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে টাঙ্গাইলে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন । সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুস সাদাৎ আবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলনের বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আকরাম আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আখিনুর মিয়া প্রমুখ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।