মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি মোঃ সোহেলুর রহমান সোহেল।
টাঙ্গাইল ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি উত্তম কুমার পোদ্দার, যুগ্ন সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুজন, কোষাদক্ষ আইয়ুব আলী, গাবসারা ইউনিয়নের সচিব বিমল কান্তি দে, মিকরাইল ইউনিয়নের সচিব শেখ ফরিদ, বেকড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহবুবুর রহমান, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব আনিসুল ইসলাম মিশন’সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ইউপি সচিবরা সরকারের কাছে তাদের চাকরী দশম গ্রেডে উন্নিত করার দাবি জানান।