নিউজ ডেস্ক : টাঙ্গাইলে অভ্যন্তরীন ভাবে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। গতকাল বুধবার সদর উপজেলার বিশ্বাস বেতকা খাদ্য গুদামে এ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রানালয় গবেষণা পরিচালক, ফিরোজ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ভাবে সদর উপজেলা থেকে ৩৫০ মেট্রিকটন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...