স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। শনিবার(২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলা তথ্য কর্মকর্তা আকলিমা আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক লুৎফর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর স্যোসাল সার্ভিসের (এসএসএস) প্রতিনিধি মোহাম্মদ জোবায়ের, মানবাধিকার সংগঠন নিজেরা করির প্রতিনিধি লুৎফুন নাহার প্রমুখ।
জেলায় তথ্য অধিকার আইন ও জনগণের তথ্য পাওয়ার অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।